উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল তৃণমূলের শহিদ দিবস। ধর্মতলায় শহিদ দিবসের প্রস্তুতি রবিবার বিকেলে খতিয়ে দেখতে আসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেন তিনি। সমস্ত বিষয় নিয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এদিন সভামঞ্চের তলা থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সকলকে আগামীকাল সভায় আসার বার্তা দেন মমতা। তিনি জানান, ২১ জুলাই কোনও দিন বন্ধ হবে না। ওই দিনের ঘটনার সংক্ষিপ্ত স্মৃতিচারণও করেন মমতা। তিনি বলেন, ‘এই চত্ত্বরেই ১৩ জন গুলিতে নিহত হয়েছিল, আর ২০০ জন জখম হয়। যার মধ্যে প্রায় ১৫০ জন পুলিশের গুলিতে জখম হয়েছিল।’ তাই এই ধর্মতলা চত্ত্বরকেই তিনি ২১ জুলাইয়ের সমাবেশের জন্য বেছে নিয়ে থাকেন বলে জানান। ২১ জুলাই ধর্মতলায় সভা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদেরও কটাক্ষ করেন তিনি। বলেন, ‘বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে কাউকে ভোট দিতে দেওয়া হয় না।’
এদিন বিকেলে ২১ শে জুলাইয়ের সভামঞ্চে আসেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। যদিও প্রথমে ভিআইপিদের জন্য নির্ধারিত এলাকায় তাঁকে ঢুকতে দেয়নি নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণ তাঁকে ও বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবকে বাইরেই চেয়ারে বসে থাকতে দেখা যায়। তবে পরে অবশ্য ভেতরে ঢোকেন অনুব্রত। খতিয়ে দেখেন যাবতীয় প্রস্তুতি। উল্লেখ্য অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondol) সম্প্রতি বোলপুরের আইসির মা-বোন তুলে কুৎসিত ভাষায় গালিগালাজ করতে শোনা গেছে। যার জেরে তাঁকে ক্ষমা চাইতে বলে দল। অন্যদিকে বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের বিরুদ্ধে কসবাকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মণ্ডলকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে।