Mamata Banerjee | রাসচক্র নির্মাতা আলতাফ মিয়াঁ-র প্রয়াণে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট, লিখলেন ভুল পদবী  

Mamata Banerjee | রাসচক্র নির্মাতা আলতাফ মিয়াঁ-র প্রয়াণে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট, লিখলেন ভুল পদবী  

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রায় ৪ দশক ধরে রাসচক্র নির্মানের গুরুদায়িত্ব সামলে শনিবার রাতে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বছর সত্তরের আলতাফ মিয়াঁ। আলতাফের প্রয়াণকে কার্যত একটি যুগের অবসান হিসেবেই উল্লেখ করছেন কোচবিহারবাসী। আর এহেন প্রবাদপ্রতিম মানুষের প্রয়াণে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শেষকৃত্যের সময় পরিবারকে সব ধরনের সাহায্য করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। যদিও নিজের পোস্টে আলতাফ মিয়াঁ-র পদবী ভুল লিখেছেন তিনি।

তিনি লেখেন, ‘কোচবিহারের বিখ্যাত রাস মেলার রাসচক্রের প্রস্তুতকারক আলতাফ হোসেন – এর প্রয়াণে আমি মর্মাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। বাংলার যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য তার অন্যতম ধারক-বাহক ছিলেন তিনি। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি শেষকৃত্যে পরিবারকে সবধরনের সাহায্য করার জন্য।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *