Mamata Banerjee | মিষ্টি-শাড়ি নিয়ে নবান্নে বাংলাদেশের হাই কমিশনার, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

Mamata Banerjee | মিষ্টি-শাড়ি নিয়ে নবান্নে বাংলাদেশের হাই কমিশনার, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩ দিনের সফরে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লা। রবিবার রাতে কলকাতায় এসে সোমবার বিকেল ৫ টা নাগাদ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। হামিদুল্লার সঙ্গে ছিলেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ আসরাফুল শিকদার। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও উপস্থিত ছিলেন সাক্ষাতের সময়। নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের মিষ্টি ও শাড়ি তুলে দেন বাংলাদেশের কূটনীতিকরা। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিবেশী দেশের দুই কূটনীতিকের কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। মুখ্যমন্ত্রী এই আলাপচারিতা নিয়ে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনের তরফে বিষয়টি সৌজন্য সাক্ষাৎ বলেই জানানো হয়েছে। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের তৎকালীন হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ হল মুখ্যমন্ত্রীর।

সম্প্রতি নানা কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভিটেয় হামলা চালায় কিছু দুষ্কৃতী। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মোদিকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। ভারত সরকারও এনিয়ে কড়া বার্তা দেয় ঢাকাকে। তবে এদিনের আলোচনায় সেই প্রসঙ্গে এসেছে কিনা তা জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *