উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ পুণ্যার্থীর। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হতাহতদের প্রত্যেকেই বিহারের বাসিন্দা। শুক্রবার স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে চা চক্রের পর সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি জানিয়েছেন, পূর্ব বর্ধমানের বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।
জানা গিয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের জাতীয় সড়কের উপর ফাগুপুর এলাকায়। অভিশপ্ত বাসটি তারকেশ্বর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। বাসে কমপক্ষে ৬০ জন পূণ্যার্থী ছিলেন। রাস্তার পাশে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বাসটি। ধাক্বায় বাসের সামনের দিকের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে। একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষজন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হতাহতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। পুজো দিতেই সবাই বাংলায় এসেছিলেন বলে খবর। ফেরার সময়েই এই দুর্ঘটনা। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।