উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রাফিক সিগন্যালে প্রশাসনের কেষ্ট-বিষ্টুদের আর কোনও ছাড় মিলবে না। আমজনতার সঙ্গেই তাদের গাড়িকেও সিগন্যালে দাঁড়াতে হবে। সোমবার ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে পুলিশ কর্তাদের মঞ্চে বসিয়ে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়া মমতা জানান, বাংলায় কোনও ভিআইপির জন্য রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে না। মুখ্যমন্ত্রী এদিন নিজের কথা বলেন। তিনি জানান, ‘আমি কখনও পুলিশকে বলি না, আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকতে।’
সাধারণ ভাবে ভিআইপিদের গাড়ি গেলে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করাটাই দস্তুর। অনেক সময় ভিআইপির নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়ে থাকে। তবে তা অনেক সময় মাত্রাছাড়া হয়ে গেলে পথচলতি মানুষের বিরক্তির উদ্রেক করে, তা বিলক্ষন জানেন মমতা। এদিন এই বার্তার মাধ্যমে পুলিশকেও তিনি নির্দেশ দিলেন বলেই মনে করা হচ্ছে। মমতা যখন বক্তব্য রাখছেন তখন মঞ্চে রয়েছেন, ডিজি রাজীব কুমার , পুলিশ কমিশনার মনোজ বর্মা, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আর পাঁচজন সাধারণ মানুষ যদি ট্র্যাফিক সিগন্যালে দাঁড়াতে পারে, আমিও পারব। আমি কোনও হরিদাস নই। আমি পছন্দ করি সাধারণ মানুষের মতো চলতে।’ মুখ্যমন্ত্রী জানান, ‘একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়ি বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা উচিৎ নয়। মনে রাখবেন সবারই কাজ থাকে।’ পুলিশকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রীর একটাই আবেদন, ক্রসিংগুলোতে যেন দুর্ঘটনা না ঘটে।