উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নীতি আয়োগ (Niti Ayog) নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগের শেষ নেই। সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে যাননি তিনি, তাঁর দাবি সেখানে তাঁকে বলতে দেওয়া হয় না। কিন্তু এবার নিজের সরকারের সাফল্য তুলে ধরতে নীতি আয়োগের রিপোর্টকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সন্ধ্যায় মমতা এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি করেন, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উন্নয়নের স্বীকৃতি মিলেছে নীতি আয়োগের রিপোর্টে।
নীতি আয়োগের রিপোর্টকে তুলে ধরে মমতার পোস্টে বলা হয়েছে, ২০২২-২৩ সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২%, যা জাতীয় গড় ৩.২% এর চেয়ে ৩০% কম। এছাড়াও সাক্ষরতার হার: ৭৬.৩%, যা জাতীয় গড় ৭৩% (২০১১ সালের হিসেব ) থেকে বেশি। জাতীয় গড়ের তুলনায় দশম ও দ্বাদশ শ্রেণীতে স্কুল ছুটের হারও কম এবং পাসের হার বেশি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষের গড় আয়ুও ৭২.৩ বছর, যা জাতীয় গড়ের থেকে বেশি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি লিঙ্গ ভিত্তিক অনুপাতেও বাংলার অবস্থা ভাল। প্রতি ১০০০ পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ৯৭৩ জন। যা জাতীয় গড় ৮৮৯ থেকে অনেকটাই ভাল। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে শিশু মৃত্যুর হার ও মোট প্রজননের হারও জাতীয় গড়ের চেয়ে ভালো। পানীয় জলের সুবিধা, স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রে উন্নতির প্রবণতা লক্ষ্য করা গিয়েছে বলে জানানো হয়েছে নীতি আয়োগের রিপোর্টে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘খুশি হয়ে জানাচ্ছি যে, নীতি আয়োগ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সূচকে পশ্চিমবঙ্গের সাফল্যকে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল কর্মসংস্থান।”