উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রীর কবিতা লেখার হাত রয়েছে। প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি কবিতার বই। তবে এবার বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিরোধের ডাক দিয়েছেন গানের মাধ্যমে। বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ভাষার অপমান নিয়ে উত্তপ্ত বিতর্কের পর তিনি জানান, বাংলার অস্মিতা নিয়ে তিনি একটি নতুন গান রচনা করেছেন। গানের প্রথম লাইন, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান।’ গানটি গেয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
এদিন বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা জানান, তিনি ইতিমধ্যেই প্রায় দেড় হাজার কবিতা লিখেছেন। একইসঙ্গে তিনি এও জানান যে, আসন্ন পুজোয় তাঁর মোট ১৭টি গান প্রকাশিত হবে। এরই মধ্যে বাংলা ভাষার উপর তাঁর লেখা এই নতুন গানটির প্রাথমিক সুরও তৈরি হয়ে গেছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে শাসক দল ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়। মুখ্যমন্ত্রী বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ করেন। এই উত্তপ্ত পরিস্থিতির পরেই রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ভিন্ন মেজাজে দেখা যায়। সেখানে তিনি নিজের কবিতা আবৃত্তি করে শোনান এবং রসিকতাও করেন। তিনি বলেন, “মাঝেমাঝে হালকা হাসি ঠাট্টা করা দরকার।” তিনি আরও বলেন, “কাঞ্চন পারফর্ম করতে পারত তো। মদন ভালো গান গায়। অনেকেই আছেন তাঁরা ভাল পারফর্ম করতে পারেন।” সবশেষে তিনি নিজের কবিতা আবৃত্তি করে তিনি বলেন, “আমার পারফরমেন্স আমি করে দিয়ে গেলাম।”