উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিয়ালদা আদালত আরজি কর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছেন সঞ্জয় রায়কে। তবে এতে নাকি সন্তুষ্ট হতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার।
সোমবার দুপুরে জেলা সফরে মালদহে ছিলেন মমতা যখন এই শাস্তি ঘোষণা করা হয়। সেখান থেকেই তিনি বলেছিলেন,‘‘আমাদের হাতে এই মামলা থাকলে, আমরা অনেক আগেই ফাঁসির রায় করিয়ে দিতে পারতাম।’’ এদিন তাঁর কথায় উঠে আসে জয়নগর, ফরাক্কা, গুড়াপের ঘটনায় ফাঁসির সাজার প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘তিনটি কেসেই আমরা ফাঁসির সাজা করিয়ে দিয়েছি। এটা খুব গম্ভীর বিষয়।’’ এরপরেই সিবিআই-এর তদন্ত নিয়ে তোপ দেগে তিনি বলেন, ‘‘আমি জানি না, কী ভাবে লড়াই করেছে, কী যুক্তি দিয়েছে। সবটাই সিবিআই করেছে। আমাদের হাত থেকে মামলাটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমি সন্তুষ্ট নই। ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।”
উল্লেখ্য, সঞ্জয়কেই ‘নির্যাতিত’ আখ্যা দিয়ে তার মুক্তির দাবিতে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছে সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি। এবার সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাওয়ার কথা ঘোষণা করলেন মমতা। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না। এটা দেখে আমি স্তম্ভিত। আমি মনে করি, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এতে ফাঁসির শাস্তিই হওয়া উচিত।”