উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট দীর্ঘদিন বন্ধ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী শুধু মুখোমুখি হয় আন্তর্জাতিক টুর্নামেন্টে। পহলগাম জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদ ইস্যুতে দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এর প্রভাব পড়ল ক্রিকেটেও।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এশিয়া কাপ থেকে নাম তুলে নিচ্ছে ভারত। জয় শা’র পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। তিনি পাকিস্তানের মন্ত্রীও। সেই কারণেই বিসিসিআইয়ের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই।
তবে শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, মহিলাদের এমার্জিং এশিয়া কাপ থেকেও নাম তুলে নিচ্ছে ভারত। চলতি বছরের সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় পুরুষদের এশিয়া কাপ হওয়ার কথা ছিল। ভারত নাম তুলে নিলে প্রতিযোগিতার ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। যদিও এবিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।
বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, ‘আমরা এশিয়া কাপ ও মহিলাদের এমার্জিং এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার বিষয়ে মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে এসব প্রতিযোগিতায় আমরা অংশ নেব কি না, সেটাও ভেবে দেখা হচ্ছে।’