মালদা: বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ (Malda Shootout) দ্বাদশ শ্রেণির পড়ুয়া। গুরুতর জখম ওই পড়ুয়াকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার অন্তর্গত পঞ্চানন্দপুরের লাহারদিটোলা এলাকায়। গুলিবিদ্ধ পড়ুয়ার নাম আবদুল শাহিদ (১৯)। বাড়ি ওই এলাকাতেই।
আবদুল বাঙ্গীটোলা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। আবদুলের দাদা আদির জালানি বলেন,‘সন্ধের সময় ভাই বাড়ি থেকে বেরোয়। সেই সময় আমরা বাড়িতেই ছিলাম। ঘণ্টা খানেক বাদে স্থানীয় লোকজন ফোন করে জানান, ভাইকে গুলি মারা হয়েছে। আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করি। ভাইয়ের বুকে গুলি লেগেছে। কে বা কারা ভাইকে গুলি মেরেছে তা জানা নেই। ঘটনাস্থলে একটি মোটরবাইকও পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই মোটরবাইক নিজেদের হেপাজতে নিয়েছে।’ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।