Malda Information | ১৬ বছরের পড়ুয়াকে হোটেলে নিয়ে গিয়ে অচৈতন্য করে ধর্ষণ গৃহশিক্ষকের! পলাতক অভিযুক্ত

Malda Information | ১৬ বছরের পড়ুয়াকে হোটেলে নিয়ে গিয়ে অচৈতন্য করে ধর্ষণ গৃহশিক্ষকের! পলাতক অভিযুক্ত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গাজোল: ১৬ বছরের এক স্কুল পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। মালদার (Malda Information) গাজোলের (Gazole) ঘটনা। এনিয়ে গত মঙ্গলবার গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই পড়ুয়ার মা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, একই গ্রামে বসবাসকারী ওই গৃহশিক্ষকের কাছে পড়ত পড়ুয়া। কখনও বাড়িতে এসে পড়িয়ে যেত, আবার কখনও গৃহশিক্ষকের বাড়িতে পড়তে যেত সে। অভিযোগ, বিভিন্ন সময়ে গৃহশিক্ষক ওই পড়ুয়ার উদ্দেশে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করত। বিভিন্নরকম অশ্লীল কথাবার্তা বলত। পরিবারের তরফে ওই গৃহশিক্ষককে সাবধানও করা হয়েছিল।

মাস দুয়েক আগে ওই পড়ুয়াকে গাজোলে ডেকে নিয়ে যায় গৃহশিক্ষক। অভিযোগ, প্রায় জোর করে তাকে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে। সেখানে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে অচৈতন্য করে ওই পড়ুয়াকে গৃহশিক্ষক ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি কাউকে জানালে ওই পড়ুয়ার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুঁশিয়ারি দেয়। ভয়ে ওই পড়ুয়া পরিবারের কাছে বিষয়টি গোপন করে যায়। সম্প্রতি বিষয়টি কোনওভাবে সামনে আসে। এরপরই গত মঙ্গলবার গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ (Police) সূত্রে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। তার খোঁজ শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *