হরিশ্চন্দ্রপুর: আগুন লাগাকে কেন্দ্র আতঙ্ক ছড়াল মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে (Harishchandrapur Hospital)। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় ওয়ার্ড। এই ধোঁয়ার জেরে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় রোগী থেকে শুরু করে চিকিৎসকদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি।
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পাশেই রয়েছে আবর্জনার স্তুপ। সেখান থেকেই মঙ্গলবার সকালে কোনওভাবে আগুন লেগে যায়। এরপরই বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। আতঙ্কে প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করেন। চিকিৎসক ও নার্সরা রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার চেষ্টা করলেও শ্বাসকষ্টের কারণে অসুস্থ বোধ করেন তাঁরাও। এরপর আবর্জনার স্তুপে আগুন লাগার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলকে।