মালদা: বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির পড়ুয়া (Malda Shootout)! ঘটনাস্থল মালদা (Malda)। সোমবার রাতে মোথাবাড়ি থানার অন্তর্গত লাহারদিটোলায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয় ওই পড়ুয়া। বর্তমানে সে চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)।
গুলিবিদ্ধ পড়ুয়ার নাম আবদুল সাহিদ (১৯)। বাড়ি ওই এলাকাতেই। আবদুল বাঙ্গীটোলা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। আবদুলের দাদা আদির জালানি জানান, ‘সন্ধের সময় ভাই বাড়ি থেকে বেরোয়। আমরা তখন বাড়িতেই ছিলাম। ঘণ্টাখানেক বাদে স্থানীয় লোকজন ফোন করে জানান, ভাইকে কেউ বা কারা গুলি করেছে। আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করি। ভাইয়ের বুকে গুলি লেগেছে। কে বা কারা ভাইকে গুলি মেরেছে তা আমাদের জানা নেই। তবে ঘটনাস্থলে একটি বাইক পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই বাইকটিকে নিজেদের হেপাজতে নিয়েছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ওই পড়ুয়া বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি। তার অবস্থা এখনও সংকটজনক।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই মালদায় একের পর এক রাজনৈতিক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সামনে আসে। আবার কয়েকদিন আগেই কোচবিহারে তৃণমূলের এক যুবনেতাকে প্রকাশ্য দিবালোকে গুলিতে ঝাঁঝরা করা হয়। এই পরিস্থিতিতে মালদার এই গুলিকাণ্ড নতুন করে আতঙ্ক ছড়াল।