মালবাজার: পুকুরে পড়ে রয়েছে সদ্যোজাতের দেহ (Body recovered)! ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালবাজারের (Malbazar) তেশিমলা এলাকায়। খবর চাউর হতেই ভিড় জমালেন স্থানীয়রা। ছুটে এল পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র দুর্গন্ধ নাকে আসছিল সকলের। দুপুর হতেই দুর্গন্ধের পরিমাণ বাড়তে থাকে। এরপর সকলে একত্রিত হয়ে গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখতে পান, এলাকার একটি পুকুরে পড়ে রয়েছে সদ্যোজাতের দেহ। তড়িঘড়ি তারা খবর দেন মালবাজার থানায় (Malbazar Police Station)। পুলিশে এসে দেহটি উদ্ধার করতেই দেখা যায় দেহে পচন ধরেছে। পুলিশের (Police) অনুমান, দুই থেকে তিন দিন আগে কেউ দেহটি ফেলে গিয়েছে। ময়নাতদন্ত করলে সবটা বোঝা যাবে। অন্যদিকে, এমন ঘটনার জন্য তীব্র নিন্দা করে সমাজসেবী এমডি মানিক বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের এলাকায় আগে কখনও ঘটেনি। যারা ঘটনাটি ঘটিয়েছেন তাদের কঠোর শাস্তি দাবি করছি।’