Malbazar | রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা ছোট গাড়ির! গুরুতর জখম ৫

Malbazar | রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা ছোট গাড়ির! গুরুতর জখম ৫

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মালবাজার: সাতসকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে ছোট গাড়ি (Accident)। দুর্ঘটনায় জখম হয়েছেন ৫ জন। চালকের আঘাত গুরুতর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার (Malbazar) শহরের ১নং নম্বর ওয়ার্ডের ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও রাস্তার পাশে একটি বাস দাঁড় করানো ছিল। এদিকে, বীরপাড়া থেকে পাঁচজন ব্যক্তি একটি ছোট গাড়িতে করে জাতীয় সড়ক দিয়েই শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। সকাল ছ’টা নাগাদ ছোট গাড়িটি প্রথমে রাস্তার উপরে থাকা টায়ারের ব্যারিকেডে ধাক্কা খায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে রাস্তার পাশে দাঁড় করানো বাসটিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ছোট গাড়িটি দুমড়েমুচড়ে বাসের নিচে ঢুকে যায়। এই দুর্ঘটনায় ছোট গাড়ির চালক সহ ৫ জন গুরুতর জখম হন। আহতরা হলেন চালক তাপস দেবনাথ (৪০), ফরিদুল হক (৩৭), মহ: বেলাল (৩৪), মহ: আব্দুল (৩৮), মহ: ইসলাম (৫৫)।

স্থানীয়রাই আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে তড়িঘড়ি করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে (Mal Tremendous Speciality Hospital) নিয়ে যায়। তবে চালকের আঘাত গুরুতর থাকায় দ্রুত তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH) স্থানান্তর করা হয়। পরবর্তীতে বাকিদেরও সেখানেই পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাল থানার পুলিশ গাড়ি দু’টিকে আটক করেছে। স্থানীয়দের অনুমান, চালক ঘুমে আচ্ছন্ন থাকাতেই ছোট গাড়িটি ব্যারিকেডে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায়। ওই এলাকায় রাস্তার উপরে টায়ারের ব্যারিকেডে এবং পাশে এভাবে ফাঁকা বাস দাঁড় করিয়ে রাখার ফলে এর আগেও দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *