Malbazar | বেহাল মাল ডিপো, কমেছে বাসও

Malbazar | বেহাল মাল ডিপো, কমেছে বাসও

শিক্ষা
Spread the love


সুশান্ত ঘোষ, মালবাজার: এনবিএসটিসির মাল ডিপোয় বর্তমানে চরম অব্যবস্থা (Malbazar)। ডিপোর আশপাশে তৈরি হয়েছে নোংরা জলের ডোবা। ফলে মশামাছির উপদ্রব বেড়েছে ব্যাপক। রক্ষণাবেক্ষণের অভাবে ডিপোর ভবনের ছাদও জঙ্গলে পরিণত হয়েছে।

বর্তমানে বহরমপুর, মালদা, রায়গঞ্জ, আলিপুরদুয়ার ও কোচবিহারের সঙ্গে সংযোগরক্ষা করে এনবিএসটিসি মাল ডিপো। কিন্তু বাসগুলোর রক্ষণাবেক্ষণের তেমন ব্যবস্থা না থাকায় দূরবর্তী রুটের পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডিপো সূত্রে খবর, বর্তমানে ডিপোতে বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন রুটে পরিষেবা দেওয়া তো দূর, সীমিত সংখ্যক বাস নিয়েই পরিষেবা চালু রাখতে হচ্ছে। চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত বাস পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বিভিন্ন সময়ে শহরের নাগরিক ও বিভিন্ন সংস্থার তরফে ডিপোর উন্নয়ন ও পর্যটনকেন্দ্রগুলির সঙ্গে বাস সংযোগ চালুর দাবি জানানো হয়েছিল। কিন্তু এনবিএসটিসি কর্তৃপক্ষ উদাসীন।

মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোহিত শিকদার বলেন, ‘শহরের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। ডিপোর উন্নতি হলে শহরের ব্যবসা বাড়বে, কর্মসংস্থানও হবে। সেইসঙ্গে দিঘাগামী একটি বাসের যদি ব্যবস্থা করা হয় তাহলে বাসিন্দারা উপকৃত হবেন।’ তাঁর কথায় সায় জানান ওই সংগঠনের আরেক প্রতিনিধি মহাবীরপ্রসাদ শর্মাও।

এর আগে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেছিলেন, শিলিগুড়ি থেকে এক-দুটি বাস আনা যায় কি না চেষ্টা করা হবে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এ ব্যাপারে ডিপোর ইনচার্জ অতুলচন্দ্র বর্মন বলেন, ‘আমি সদ্য দায়িত্ব নিয়েছি। পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

স্থানীয় বাসিন্দা স্বরূপ মিত্র বলেন, ‘এখানে ডিপো থাকায় বিভিন্ন জায়গা থেকে অনেক গাড়ি এই এলাকায় আসে। এতে যেমন শহরে ভিড় বাড়ে, তেমনই ব্যবসায়ীরা উপকৃত হন। তাই ডিপোর উন্নতি জরুরি।’ একই কথা জানিয়েছেন বাসিন্দা সুকান্ত দাসও।

ডুয়ার্সের মতো পর্যটন সমৃদ্ধ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এমন দুরবস্থা সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করুক, এমনটাই চাইছেন শহরের বাসিন্দা এবং ব্যবসায়ীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *