মালবাজার: আবারও রোগী মৃত্যুতে উত্তপ্ত মালবাজার। কর্তব্য গাফিলতির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। মৃত্যুর কারণ জানতে সঠিক তদন্তের আবেদন পুলিশের কাছে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে ডান পায়ে একটি ফোঁড়া নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় বছর ১৯ এর অমিত ওরাওঁ। অমিতের বাড়ি রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউগ্লাঙ্কো চা বাগানের ৪ নম্বর লাইনে। ভর্তির দিন সে মোটামুটি সুস্থ থাকলেও শুক্রবার সন্ধ্যা নাগাদ আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর পুরুষ বিভাগের ওয়ার্ডেই মারা যায় সেই রোগী। তবে সেই ওয়ার্ডের কিছু রোগীর পরিবারের থেকে জানা গিয়েছে, অমিত ওরাওঁ যন্ত্রনায় ছটফট করছিল। তারপরই মৃত্যু হয় তার।
ছেলের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের বাবা সুশীল ওরাওঁ বলেন, ‘ও যন্ত্রনায় ছটফট করছিল। চিকিৎসকরা সঠিক সময়ে যথাযথ চিকিৎসা করলে সে আজ আমার ছেলেটা বেঁচে থাকত।’
গোটা ঘটনার কথা জানিয়ে শনিবার সকালে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পরিবারের সদস্যরা ছাড়াও চা বাগানের স্থানীয় বাসিন্দারা সেখানে সাক্ষর করেন। এদিকে, সুপার স্পেশালিটি হাসপাতালের সদ্য নিযুক্ত সুপার সৌর রঞ্জন বোস বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। হাসপাতালের তরফে যতটা সম্ভব রোগীর পরিবারের সঙ্গে সহযোগিতা করা হবে।’ ইতিমধ্যেই রোগীর দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে (Jalpaiguri Hospital) পাঠিয়েছে মালবাজার থানার পুলিশ (Malbazar Police Station)। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।