Mainul Ahsan Noble | অপহরণ, যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার নোবেল, অভিযোগকারীকে বিয়ের নির্দেশ বাংলাদেশের আদালতের

Mainul Ahsan Noble | অপহরণ, যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার নোবেল, অভিযোগকারীকে বিয়ের নির্দেশ বাংলাদেশের আদালতের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অপহরণ, যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গায়ক নোবেল। এবার অভিযোগকারীকে বিয়ে করতে বৃহস্পতিবার নির্দেশ দিল বাংলাদেশের আদালত।

রিয়েলিটি শোয়ে গানের সুবাদে ভারতেও যথেষ্ট পরিচিত মুখ মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। এদেশে ছবির গানও গেয়েছেন তিনি। তবে গত কয়েক বছর ধরেই নানা মামলায় জড়িয়ে বিতর্কে বাংলাদেশের (Bangladesh) গায়ক। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক বিয়ে, প্রতারণা, গার্হস্থ্যহিংসার মতো অভিযোগে। মাত্র কয়েক মাস আগেই তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু তারপরই অপহরণ এবং যৌন হেনস্তার অভিযোগে নোবলেকে গ্রেপ্তার করে স্থানীয় ডেমরা থানার পুলিশ। ২০মে থেকে সংশোধনাগারে রয়েছেন নোবেল। নোবেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁরই পরিচিত এক মহিলা। অভিযোগ, গত নভেম্বরে ওই মহিলাকে নিজের স্টুডিও দেখানোর নাম করে ডেকে নিয়ে যান নোবেল। তারপর তাঁর উপর অত্যাচার করা হয়। এমনকি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয়।

ডেমরা থানার পুলিশ আদালতে জানিয়েছে, ২০১৮ সালে ফেসবুকে নোবেলের সঙ্গে ওই মহিলার পরিচয় হয়। সেই সময় তিনি ঢাকার (Dhaka) একটি কলেজে তৃতীয় বর্ষে পড়তেন। গত বছর নভেম্বরে ডেমরা এলাকায় নোবেল নিজের স্টুডিও দেখানোর জন্য ডেকে নিয়ে যান তাঁকে। পরে ওই মহিলা বেরিয়ে যেতে চাইলে তাঁর মোবাইল ফোনটি নোবেল কেড়ে নেন বলে অভিযোগ। পরে তা ভেঙেও ফেলা হয়। অভিযোগ, এরপর ধর্ষণ করে তার ভিডিও রেকর্ডিং করেন গায়ক। ছড়িয়ে দেওয়া হয় সেই ভিডিও। সাত মাস ওই মহিলাকে জোর করে নিজের কাছে আটকে রাখেন বলেও অভিযোগ উঠেছে নোবেলের বিরুদ্ধে। পরে নির্যাতিতার বাবা-মা গিয়ে মেয়েকে নোবেলের বাড়ি থেকে উদ্ধার করেন। গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ওই মহিলাকে নিজের স্ত্রী বলে দাবি করেন গায়ক। যদিও বিবাহ সংক্রান্ত কাবিননামা তিনি আদালতে দাখিল করতে পারেননি। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) নাজমিন আখতার অভিযোগকারীকে বিয়ে করার নির্দেশ দেন নোবেলকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *