ময়নাগুড়ি: স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের (Mainaguri) রামসাই বাজার এলাকায়। স্ত্রীকে খুন করার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী।
জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম আর্মিলা ওঁরাও (৩৫)। এদিন ওই মহিলার বাড়ির ভেতর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ। তাঁর দেহের পাশেই পড়ে ছিল একটি কুড়ুল। এদিকে ওই মহিলার স্বামী রাজকুমার বর্তমানে পলাতক।
পুলিশ সূত্রে খবর, এই দম্পতির এক ছেলে ও একটি ছোট মেয়ে রয়েছে। পারিবারিক অশান্তির জেরেই কুড়ুল দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করেছে রাজকুমার বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে, দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।