উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহুয়া মৈত্র, রাজনীতির আঙিনায় যতটাই বিতর্কিত, ততটাই স্টাইলিশ। তাঁর স্নানগ্লাস থেকে হেয়ারকাট, শাড়ি থেকে হ্যান্ডব্যাগ সবতেই নজর থাকে ফ্যাশান সচেতন মানুষের। বছর খানেক আগে ১ লক্ষ ৬০ হাজার টাকা দামের লুই ভিতোঁর ব্যাগ দেখা গিয়েছিল মহুয়ার হাতে। যিনি এত দামি ব্যাগ ব্যবহার করেন, তাঁর বিয়ের বেনারসির জন্য ঠিক কত খরচ করলেন? গতকাল থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। অবশেষে জবাব দিল খোদ মহুয়ার শাড়ি প্রস্তুতকারক সংস্থা ‘ম্যাঙ্গো।’ শাড়ির দাম, ১ লক্ষ ৩৯ হাজার ৮০০ টাকা।
‘ম্যাঙ্গো’ ইনস্টাগ্রামে মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিয়ের তিনটি ছবি পোস্ট করেছে। সেখানে শাড়িটির সুন্দর বর্ণনা দিয়েছে শাড়ি প্রস্তুতকারক সংস্থা। তারা লিখেছে, মহুয়ার পরনে থাকা বেনারসিটি তাদের ব্র্যান্ডের সবচেয়ে সূক্ষ্ম কাজের বেনারসিগুলির মধ্যে একটি। শাড়িটির নাম ‘পরিগুল ব্রোকেড বেনারসি।’ এতে রয়েছে কড়ওয়া পদ্ধতিতে হাতে বোনা নকশা। এই পদ্ধতিতে প্রতিটি বুটি আলাদা আলাদা ভাবে বোনেন শিল্পীরা। বুনতে সময় এবং পরিশ্রম লাগে বেশি। পদ্ধতিটিও কঠিন। তাই কাজের নাম ‘কড়ওয়া।’ হিন্দিতে যার অর্থ ‘কঠিন।’ মহুয়ার বেনারসিটি (Benarsi Saree) ওই কড়ওয়া পদ্ধতিতে জাল নকশায় বোনা। এই ধরনের কাজের শাড়ি পরে এবছর কান চলচ্চিত্রোৎসবে গিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। কড়ওয়া কাজের জাল নকশার বেনারসি পরতে দেখা গিয়েছে মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানীকেও।
গতকাল মহুয়া মৈত্রের বিয়ের খবর প্রকাশ্যে আসে। বার্লিনের রাজপ্রাসাদে স্বামী প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে নববধূর সাজে দেখা যায় মহুয়াকে। তাঁর সাজে ছিল আভিজাত্যের ছোঁয়া। সিঁথিতে অল্প সিঁদুর, কপালে সোনার টিকলি, বাঙালি নকশার জড়োয়ার গয়না আর বেনারসি। স্ত্রীর সঙ্গে মানানসই পোশাকে দেখা পিনাকী মিশ্রকেও। তবে শাড়ির দাম প্রকাশ পেতেই চোখ কপালে উঠেছে আমজনতার। যদিও অনেকেই বলেছেন যিনি ব্যাগের জন্য এত খরচ করেন তাঁর শাড়ির দাম এমন হওয়াটাই স্বাভাবিক।