উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে এইচআইভি আক্রান্ত এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি নির্যাতনের জেরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে তার গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, লাতুরে এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য সেবালয় নামে একটি হোমে থাকত ১৬ বছরের ওই কিশোরী। সেখানে হোমের এক কর্মচারী তাকে দুই বছর ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ।
নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, ১৩ জুলাই, ২০২৩ থেকে চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত তার উপর লাগাতার নির্যাতন চালিয়েছে সেবালয়ের ওই কর্মী। হোমের কর্মকর্তাদের চিঠি লিখে অভিযোগ জানানা হলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি। মাঝে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানো হয়। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে। মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।