উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্যোজাত সন্তানকে প্লাস্টিকে মুড়ে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দিলেন বাবা-মা! মৃত অবস্থায় উদ্ধার হল একরত্তি (Baby killed)। আটক করা হল বাবা-মাকে। ঘটনায় তুমুল শোরগোল মহারাষ্ট্রের (Maharashtra) পরভানিতে।
পুলিশের (Police) পক্ষ থেকে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টায় নাগাদ পাঠরি-সেলু রোড দিয়ে একটি দূরপাল্লার বাস যাচ্ছিল। সেই বাসের মধ্যে থাকা এক সহযাত্রী দেখেন এক যুগল জানালা দিয়ে প্লাস্টিকে করে বাইরে কিছু একটা ছুড়ে ফেলে দিলেন। বিষয়টি দেখে সহযাত্রীর সন্দেহ হতেই তিনি প্রশ্ন করেন কি ছুড়ে ফেলে হল। জবাবে যুগল জানান, প্লাস্টিকের মধ্যে বমি ছিল, তাই ফেলা হয়েছে। এই ঘটনা নজরে পড়ে বাস চালকেরও তিনি খানিক ক্ষণ পরে খোঁজ নেন। তাঁকেও ওই যুগল একই কথা বলেন। খানিক বাদে ওই এলাকায় প্রার্তভ্রমণে বেরোনো এক বৃদ্ধ পুলিশের হেল্পলাইনে ফোন করে জানান, রাস্তায় প্লাস্টিকের মধ্যে একটি সদ্যোজাত পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। খোঁজখবর করে কিছুক্ষণ বাদেই বাসটিকে চিহ্নিত করা হয়। ধরা হয় ওই যুগলকে। জিজ্ঞাসাবাদের দু’জনে জানান, বাসের মধ্যেই পুত্রসন্তানের জন্ম হয়। শিশুটি জন্মানোর পর তাকে কাপড়ে মুড়ে, প্লাস্টিকে ভরে জানাল দিয়ে ছুড়ে ফেলা হয়। তবে কী কারণে ওই যুগল এমনটা করেছেন? তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।