উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মৌনী অমাবস্যা উপলক্ষ্যে মহাকুম্ভে অমৃত স্নানের জন্য ভিড় জমিয়েছিলেন প্রচুর পুণ্যার্থী। ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে মঙ্গলবার গভীর রাতে পদপিষ্টের ঘটনা ঘটে (Maha Kumbh Stampede)। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহতও হয়েছেন অন্তত ৬০ জন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath) এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের (Compensation) ঘোষণা করেছেন।
বুধবার রাতে তিনি জানান, পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ঘটনার কারণ খুঁজতে বিচারবিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তের জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে। যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক হর্ষ কুমার এবং প্রাক্তন ডিজিপি ভিকে গুপ্তা এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডিকে সিং। যোগী আদিত্যনাথ বলেন, ‘পুরো বিষয়টির একটি পৃথক পুলিশি তদন্তও করা হবে। কীভাবে এমন একটি দুর্ঘটনা ঘটল, তা জানতে পুরো ঘটনার গভীরে যাওয়া গুরুত্বপূর্ণ।’ মুখ্যসচিব এবং ডিজিপি বৃহস্পতিবার মহাকুম্ভ পরিদর্শন করবেন বলেও জানান যোগী।