উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভ (Maha Kumbh 2025) থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ঝাড়খণ্ড মুক্তির মোর্চার (জেএমএম) (JMM) সাংসদ মহুয়া মাজি (Mahua Maji)। বুধবার দুর্ঘটনাটি ঘটে ৭৫ নম্বর জাতীয় সড়কের কাছে। জানা গিয়েছে, জেএমএমের রাজ্যসভার সাংসদের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর পুত্র এবং পুত্রবধূও। দুর্ঘটনায় গাড়ির চালক সহ আহত হয়েছেন তাঁরাও।
পরিবারকে নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান সারতে গিয়েছিলেন মহুয়া। বাড়ি ফেরার পথে লাতেহারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা মারে তাঁদের গাড়ি। সংঘর্ষের ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চোট পান মহুয়া। স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে মহুয়াকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে জেএমএম সাংসদকে রাঁচির হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। আহত বাকিদেরও চিকিৎসা চলছে।
ঝাড়খণ্ডের (Jharkhand) রাজনীতিতে প্রভাবশালী মহুয়া। দীর্ঘদিন জেএমএম মহিলা মোর্চার সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। পরে তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়। বিধানসভা নির্বাচনে রাঁচি আসন থেকে মহুয়াকে প্রার্থী করেছিল জেএমএম। তবে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।