উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াগরাজে (Prayagraj) মহাকুম্ভে (Maha Kumbh 2025) মহিলাদের স্নান ও পোশাক বদলের ছবি, ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় বিক্রির অভিযোগ। এই ঘটনায় তদন্তে নামে গুজরাট পুলিশ। ঘটনায় এবার এক ইউটিউবার (YouTuber) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হল।
উত্তরপ্রদেশ পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্রের (Maharashtra) লাতুর এবং সাংলি থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার (Arrest) করা হয়। এছাড়া প্রয়াগরাজের এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আমেদাবাদ সাইবার ক্রাইম পুলিশের ডেপুটি কমিশনার লভীনা সিনহা।
পুলিশ সূত্রে খবর, গত ১৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রথম অভিযোগ জমা পড়ে। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিও আপলোড করা হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। এরপর বুধবার আরও একটি অভিযোগ জমা পড়ে। একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি হচ্ছে বলে অভিযোগ ওঠে। মহাকুম্ভ মেলা শুরু হওয়ার পর থেকে পুলিশ আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ১৭টি এফআইআর নথিভুক্ত করেছে। পুরো ঘটনা কড়া হাতে দেখছে পুলিশ (Police)।