উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভের (Maha Kumbh 2025) শেষ সপ্তাহে পুণ্যস্নানের (Holy dip) জন্য ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ হতে চলেছে। তার আগে রবিবার সপ্তাহান্তে (Final weekend) সকাল থেকেই যানজট ছিল প্রয়াগরাজের রাস্তায়। এদিন ২৫ কিমি দীর্ঘ যানজট (Site visitors jam) লক্ষ্য করা গিয়েছে বলে খবর স্থানীয় সূত্রে।
যদিও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উত্তরপ্রদেশে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে আগে থেকেই। রবিবার উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলস্টেশনেও পুণ্যার্থীদের বিশাল ভিড় ছিল। এই রেলস্টেশনটি বিহার, বাংলা, ঝাড়খণ্ড, ওডিশা এবং উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে পুণ্যার্থীদের মহাকুম্ভে আসার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। অনেকে আবার সড়কপথেই প্রয়াগরাজ পৌঁছোচ্ছেন। যেহেতু আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ দফার পুণ্যস্নান, সেজন্য শেষ শনিবার ও রবিবারে উল্লেখযোগ্যভাবে বেশি সংখ্যক পুণ্যার্থী হাজির হয়েছেন মহাকুম্ভে। তবে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী।
উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, মহাশিবরাত্রিতে পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে পুণ্যস্নান সারতে পারেন, তা নিশ্চিত করতে মহাকুম্ভে জোরদার প্রস্তুতি চলছে। সরকারের তথ্য অনুসারে, এখনও পর্যন্ত প্রায় ৬০ কোটি পুণ্যার্থী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে সেই সংখ্যা ৬৫ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মৌনী অমাবস্যায় সর্বাধিক জনসমাগম হয়েছিল, সেদিন প্রায় ৮ কোটি পুণ্যার্থী পুণ্যস্নানে অংশ নিয়েছিলেন। এবং মকর সংক্রান্তিতে প্রায় ৩.৫ কোটি পুণ্যার্থী পুণ্যস্নান করেছিলেন।