উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রয়াগরাজে মহাকুম্ভের তাঁবুতে আগুন লাগল। তবে হতাহতের কোনও খবর নেই।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে মহাকুম্ভ মেলায় ১৫টি তাঁবুতে আগুন লাগে। এক দমকল আধিকারিক জানিয়েছেন, প্রবেশের রাস্তা না থাকায় তাঁবুতে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তবে দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার গভীর রাতে মৌনী অমাবস্যায় মহাকুম্ভে অমৃত স্নান ঘিরে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। সেই ঘটনার পর তাঁবুতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।