উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঠোঁট কালো হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? আপনার পছন্দের লিপস্টিক লাগিয়েও আগের মতো রং ফুটছে না? এমন সমস্যায় অনেকেই পড়েন। দুশ্চিন্তা না করে এবার ঘরোয়া সমাধানে ভরসা রাখুন রোজ রাতে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল।
ক্যাস্টর অয়েলে রয়েছে প্রচুর ঔষধি গুণ। এটি শুধু ত্বকের(Magnificence suggestions) যত্নেই নয়, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের জন্যও পরিচিত। প্রতিদিন ক্যাস্টর অয়েল মুখে বা ঠোঁটে ব্যবহার করলে অ্যালার্জি, ব্রণ বা দাগ দূর হয়। এটি ঠোঁটের প্রাকৃতিক রং ফিরিয়ে আনে, এবং নিয়মিত ব্যবহারে ঠোঁট আবার গোলাপি হয়ে ওঠে। তবে এই তেল ব্যবহার করার সঠিক নিয়ম জানতে হবে।
ক্যাস্টর অয়েল কীভাবে ব্যবহার করবেন? প্রতিদিন এক বা দুই ফোঁটা ক্যাস্টর অয়েল ঠোঁটে নিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। এটি আপনার ঠোঁট মসৃণ এবং নরম করবে। রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল লাগালে আরও ভালো ফল পাওয়া যায়।
আপনি চাইলে ঘরে সহজেই প্রাকৃতিক(Magnificence suggestions) উপাদানে ক্যাস্টর অয়েল লিপবাম তৈরি করতে পারেন। প্রথমে একটি প্যানে শিয়া বাটার গলিয়ে নিন। গ্যাস বন্ধ করে গলে যাওয়া শিয়া বাটারের সঙ্গে এক চামচ ক্যাস্টর অয়েল এবং সামান্য মধু মেশান। এই মিশ্রণ ঠাণ্ডা করে একটি কন্টেইনারে রেখে দিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই লিপবাম ঠোঁটে লাগান। কয়েক দিনের মধ্যেই ঠোঁটের রং পরিবর্তন লক্ষ্য করবেন।