Madhyamik Topper | মাধ্যমিকে শীর্ষস্থানে রায়গঞ্জের আদৃত, প্রথম হওয়ার খবরে কী ছিল তাঁর প্রথম প্রতিক্রিয়া?

Madhyamik Topper | মাধ্যমিকে শীর্ষস্থানে রায়গঞ্জের আদৃত, প্রথম হওয়ার খবরে কী ছিল তাঁর প্রথম প্রতিক্রিয়া?

খেলাধুলা/SPORTS
Spread the love


রায়গঞ্জ: মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। তবে এদিনের ফলাফলে প্রথমে খানিকটা অবাক হয়েই গিয়েছিল রায়গঞ্জ শহরের ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা আদৃত। তাঁর সহজ স্বীকারক্তি, ‘ভাবতে পারিনি প্রথম হব।’ তবে এদিন তাঁর প্রথম হওয়ার খবর শুনেই আপ্লুত হয়ে পড়ে আদৃত ও পরিবারের সদস্যরা। তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা।

আদৃতের বাবা অমিত সরকার কেন্দ্রীয় সরকারের প্রভিডেন্ট ফান্ড দপ্তরের প্রাক্তন কর্মী। এমন শুভদিনে আদৃত বলে, ‘ভেবেছিলাম মেধা তালিকায় ১ থেকে ১০ মধ্যে থাকবে। ভাবতে পারিনি প্রথম হব। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে বিজ্ঞান নিয়ে ভর্তি হব।ইচ্ছে আছে ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়ার। সারা বছর পরিশ্রম করেছি,তার ফল পেয়েছি। বিদ্যালয়ের শিক্ষকেরা সাপোর্ট করেছেন এবং পরিবারের সকলে পাশে ছিল।’

এদিন ফল ঘোষণার আদৃতর বাড়িতে যান রায়গঞ্জ পুরসভার চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস,মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র সহ অন্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *