Madhyamik end result | প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, পাশের হার প্রায় ৮৬ শতাংশ

Madhyamik end result | প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, পাশের হার প্রায় ৮৬ শতাংশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান এবার মোট পাশের হার প্রায় ৮৬.৫৬ শতাংশ। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের অদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থানে রয়েছে দুজন, মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (৬৯৪) এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল (৬৯৪)। প্রথম দশের মধ্যে রয়েছে মোট ৬৬ জন।

এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি । পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি । পরীক্ষা শেষের প্রায় ৬৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল পর্ষদ। এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৮৪৯১০। গতবারের থেকে এই সংখ্যা ৬০ হাজারের বেশি। এবার মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২৬৮৩ টি। মোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হয় এবারের পরীক্ষা। টুকলি রুখতে কড়া ব্যবস্থা ছিল পর্ষদের তরফে। তবে সেই কঠোর নিরাপত্তার মধ্যেও পরীক্ষা চলাকালীন এই বছর পরীক্ষার্থীদের থেকে উদ্ধার হয়েছে ১৯টি মোবাইল ফোন। একজনের থেকে উদ্ধার হয়েছে স্মার্টওয়াচ। যার জন্য ১৯ জনের পরীক্ষা বাতিল করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *