Madan Mitra threats Arjun Singh over his touch upon Jadavpur slamming TMC

Madan Mitra threats Arjun Singh over his touch upon Jadavpur slamming TMC

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের অজ্ঞাতে চক্রব্যুহে ঢুকে কৌরবপক্ষের হাতে বন্দি হয়ে গিয়েছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন-পুত্র অভিমন্যু। আর আজকের রাজনীতির মাটিতে খোদ অর্জুনের জন্যই তৈরি হচ্ছে ‘ব্যুহ’! নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পা রাখলেই সেভাবে বন্দি হয়েল পড়বেন বারাকপুরের ‘বাহুবলী’ বিজেপি নেতা অর্জুন সিং। এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবার কামারহাটি পুরসভায় ২৯ নং ওয়ার্ড এলাকায় দলের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অর্জুনকে একহাত নিলেন মদন। স্পষ্ট বললেন, ”কামারহাটিতে ঢুকতে চাইলে, ঢুকতে পারবে, কিন্তু বেরতে আর পারবে না।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি, বেলঘরিয়ায় শুটআউটে গ্রেপ্তার-সহ সাম্প্রতিক একাধিক ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলেছে। শাসক-বিরোধী চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। যাদবপুরের নজিরবিহীন অশান্তির ঘটনা নিয়ে তৃণমূলকেই দুষছে বাম, বিজেপি। উলটোদিকে, বাম ও অতি বাম আঁতাঁতকে দায়ী করেছে শাসক শিবির। এসবের মাঝে বারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপির অর্জুন সিং আবার তৃণমূল-সিপিএমের ‘গট আপ’ তত্ত্ব সামনে এনেছিলেন। তা মোটেই পছন্দ হয়নি শাসকদলের নেতানেত্রীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *