M S Dhoni | ‘ছোটবেলার মতো উপভোগ করতে চাই’, এখনও ক্রিকেটকে বিদায় জানাতে নারাজ ধোনি

M S Dhoni | ‘ছোটবেলার মতো উপভোগ করতে চাই’, এখনও ক্রিকেটকে বিদায় জানাতে নারাজ ধোনি

শিক্ষা
Spread the love


নয়াদিল্লি: আসন্ন আইপিএল সম্ভবত শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট আসর। তারপর ব্যাট তুলে রাখবেন। যদিও অবসর নিয়ে চলতি বিতর্কে নয়া মশালা যোগ করলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। জানিয়ে দিলেন, ক্রিকেটকে এখনই বিদায় বলার ইচ্ছে তঁার নেই। অবসরের কথা ভাবছেনও না! আর যতদিন খেলবেন, ছোটবেলার মতো ক্রিকেটকে উপভোগ করতে চান।

ভক্তদের জন্য নতুন অ্যাপের উদ্বোধনে এসে হেঁয়ালি রেখে ধোনি বলেছেন, ‘২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। এরপর অনেকটা সময় কেটে গিয়েছে। আর যতদিন ক্রিকেট খেলতে পারব, যে কয়টা বছর খেলা সম্ভব হবে, ক্রিকেটকে পুরোপুরি উপভোগ করতে চাই।’

এরপর ছোটবেলার ক্রিকেট খেলার স্মৃতি উসকে নিয়ে আরও বলেছেন, ‘স্কুলে পড়ার সময় যেভাবে ক্রিকেট উপভোগ করতাম, সেভাবেই এখন উপভোগ করতে চাই। তখন বিকেল চারটে থেকে খেলা শুরু করতাম। প্রতিদিন ঠিক ওই সময়ে নিয়ম করে মাঠে যেতাম। আবহাওয়া খারাপ হলে ফুটবল খেলতাম। যে শিশুসুলভ মানসিকতা নিয়ে তখন খেলতাম তখন বাকি কেরিয়ারে সেভাবেই খেলতে চাই। তবে বলা যতটা সহজ, তা করা ততটাই কঠিন।’

দেশের জার্সিতে বরাবর নিজের সেরাটা দিয়েছেন। অধিনায়ক হিসেবে দিশা দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। মাহির কথায়, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় সর্বদা নিজের পুরোটা দেওয়া লক্ষ্য ছিল। সবাই দেশের হয়ে খেলার সুযোগ পায় না। ব্যক্তিগত প্রাপ্তি যাইহোক, যতই সাফল্য পাই না কেন, আসল কথা দেশকে কতটা গর্বিত করতে পারলাম, দেশের জন্য কতটা সাফল্য আনতে সক্ষম হলাম।’

আগামীর ক্রিকেটারদের উদ্দেশ্যেও ‘ক্যাপটেন কুলের’ বিশেষ পরামর্শ, নিজের জন্য কোনটা সবচেয়ে ভালো, তা খুঁজে বের করতে হবে। ক্রিকেটকে সবটুকু দিয়েছিলাম। কখন ঘুমোবো, কখন উঠব, এর প্রভাব ক্রিকেটে কতটা পড়বে, সবকিছু মাথায় রাখতেন। বন্ধুত্ব, মজা করার সময় অনেক মিলবে। কিন্তু লক্ষ্য স্থির করে এগোতে হবে। এই নিয়ে কোনরকম সমঝোতা চলে না। চাপটাকে কখনও চেপে বসতে দিও না। মুখে হাসি রেখে কঠিন সময় পেরোতে পারলে ঠিক লক্ষ্যে পৌঁছোনো সক্ষম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *