মায়ামি: লিগস কাপের ফাইনালের শেষে সিয়াটেল সাউন্ডার্সের এক কোচিং স্টাফকে থুতু ছিটিয়ে ছিলেন ইন্টার মায়ামির লুইস সুয়ারেজ। যার জন্য প্রতিযোগিতার আয়োজকরা তাঁকে ৬ ম্যাচের নির্বাসন দিয়েছে। ০-৩ গোলে ইন্টার মায়ামির হারের পর সুয়ারেজের সতীর্থ সের্জিও বুস্কেটস সাউন্ডার্সের ওবেদ ভার্গাসকে ঘুসি মারেন। ২ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁকে। ফাইনালের শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এই জন্য মায়ামির টমাস আভিলেস ও সাউন্ডার্সের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে যথাক্রমে ৩ এবং ৫ ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছে। আয়োজকদের তরফে বলা হয়েছে, ‘চারজনকেই নির্বাসন ছাড়া আর্থিক জরিমানা করা হল। লিগস কাপের নিয়ম অনুযায়ী যা কার্যকর হবে। চাইলে মেজর লিগ সকার কর্তৃপক্ষও সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।’ থুতু কাণ্ডে অনুতপ্ত সুয়ারেজ ফাইনাল শেষেই সামাজিক মাধ্যমে দুঃখপ্রকাশ করেছিলেন। লিখেছিলেন, ‘খেলার উত্তেজনায় যা হয়েছে তার কোনও ব্যাখ্যা আমার কাছে নেই। আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না। আমি ভুল করেছি ও আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি।’