Lovlina Borgohain | ওজন বিভাগ বদলাবেন অলিম্পিক পদকজয়ী লভলিনা!

Lovlina Borgohain | ওজন বিভাগ বদলাবেন অলিম্পিক পদকজয়ী লভলিনা!

শিক্ষা
Spread the love


নয়াদিল্লি: ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নতুন ওজন বিভাগে নামতে চলেছেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনা বরগোঁহাই। তিনি যে ৭৫ কেজি বিভাগে খেলতেন সেই ওজন বিভাগ থাকছে না লস অ্যাঞ্জেলেসে। ফলে লভলিনাকে হয় ৭০ কেজির কম অথবা ৮০ কেজির ঊর্ধ্ব ওজন বিভাগে নামতে হবে। লভলিনা বলেছেন, ‘৮০ কেজির ঊর্ধ্বে অংশ নেওয়া কঠিন হবে। তাই ৭০ কেজির কম ওজন বিভাগে খেলাই এখন আমার লক্ষ্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *