Loss of life | পিকআপ ভ্যানের ধাক্কায় দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

Loss of life | পিকআপ ভ্যানের ধাক্কায় দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মুরতুজ আলম, সামসী: উচ্চমাধ্যমিকের (HS) তৃতীয় সিমেস্টার পরীক্ষা চলছে। বুধবার পরীক্ষা (EXAM) দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই ছাত্রের। মৃত ওই দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহান। তাদের বাড়ি পুখুরিয়া থানার (Pukhuria police station) শ্রীপুর বল্লভপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই পড়ুয়া সামসী এগ্রিল হাইস্কুলের (Samsi Agril Excessive Faculty) দ্বাদশ শ্রেণিতে পড়ত। এদিন উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু মোটর বাইকে চেপে রতুয়া হাইস্কুলে (Ratua Excessive Faculty) তাদের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

এমন খবর শুনে সামসী গ্রামীণ হাসপাতালে আসেন সামসী এগ্রিল হাইস্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ প্রমুখ।

তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটি সেলুনের দোকান চালান। রেহানের বাবা পেশায় কৃষক।

সামসী এগ্রিল হাইস্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে নিহত দুই ছাত্রের পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, এমন মর্মান্তিক ঘটনার কথা ভাবতেই পারছি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *