Los Angeles Olympics | ক্রিকেটের অলিম্পিক প্রত্যাবর্তনের দিন ঘোষণা, ২০২৮-এর ১২ জুলাই প্রথম ম্যাচ

Los Angeles Olympics | ক্রিকেটের অলিম্পিক প্রত্যাবর্তনের দিন ঘোষণা, ২০২৮-এর ১২ জুলাই প্রথম ম্যাচ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


লস অ্যাঞ্জেলেস: ২০২৮ সালের ১২ জুলাই। রাজার খেলার ক্রিকেটের জন্য আরও এক স্মরণীয় মুহূর্ত হতে চলেছে। ১২৮ বছরের প্রতীক্ষার অবসানে ওইদিন অলিম্পিক পরিবারে প্রত্যাবর্তন ঘটছে ক্রিকেটের। ১৯০০ সালের পর প্রথমবার ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’-এ দেখা যাবে ব্যাট-বলের টক্কর।

অলিম্পিকে একবারই ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে ১৯০০ সালে। ফ্রান্সকে দুইদিনের ফাইনাল ম্যাচে হারিয়ে সোনা জিতেছিল ইংল্যান্ড। তারপর শতাধিক বছর ধরে অলিম্পিক আসরের বাইরে ক্রিকেট। টি২০ ফর্ম্যাটের আগমন, ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখে অবশেষে সিদ্ধান্ত বদল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৮ সালের পরবর্তী আসরে ক্রিকেট ফেরার ঘোষণা অনেক আগেই হয়েছিল। এদিন টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হল। প্রত্যাবর্তনের আসরে ক্রিকেট ইভেন্টের প্রথম ম্যাচ ১২ জুলাই। পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এবং ২৯ জুলাই।

সবক’টি ম্যাচই হবে ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে। ক্রিকেট ইভেন্টের জন্যই অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে ৫০ কিলোমিটার দূরের পোমেনা শহরে। টি২০ ফর্ম্যাটে অনুষ্ঠিত যে প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা, দুই বিভাগে ৬টি করে দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন।

বেশিরভাগ দিন ডাবল হেডার। প্রথম ম্যাচ স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে। পরের ম্যাচ সন্ধে ৬.৩০ মিনিট থেকে। পদকের নির্ণায়ক ম্যাচের সময় সূচিও এক থাকবে। ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে মূলত পরিচিত ফেয়ারপ্লেক্স হিসেবে। বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি যেখানে নিয়মিত ট্রেড শো, কনসার্ট হয়ে থাকে। ২০২৮ সালের ১২ জুলাই যে মঞ্চেই অলিম্পিক প্রত্যাবর্তন ঘটতে চলেছে ক্রিকেটের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *