Los Angeles | পাক রাষ্ট্রদূতের ঘুরতে যাওয়া হল না লস এঞ্জেলস, বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দিল আমেরিকা

Los Angeles | পাক রাষ্ট্রদূতের ঘুরতে যাওয়া হল না লস এঞ্জেলস, বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দিল আমেরিকা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেরিকার লস এঞ্জেলস শহরে ছুটি কাটাতে যাচ্ছিলেন পাকিস্তানের এক রাষ্ট্রদূত। কিন্তু সেই ইচ্ছা আর পূর্ণ হল না তাঁর। বিমানবন্দর থেকেই তাঁকে ফেরত পাঠিয়ে দিল আমেরিকা। এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে পাক বিদেশ মন্ত্রক। তুর্কমেনিস্তানে নিযুক্ত ওই পাক রাষ্ট্রদূতের নাম কেকে আহসান ওয়াগন(KK Ahsan Wagan)।

উল্লেখ্য, গত সপ্তাহেই এমন সম্ভাবনার কথা উঠে আসছিল যে, আমেরিকায় পাকিস্তানি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। সেই আবহে এমন ঘটনা স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ওই পাক কূটনীতিকের ভিসার কিছু বিষয় সন্দেহজনক বলে মনে হয় মার্কিন অভিবাসন দপ্তরের। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানায়নি আমেরিকার প্রশাসন। তবে এই প্রসঙ্গে পাক বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কেকে ওয়াগনকে আমেরিকা থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিবাসন দপ্তরের আপত্তির কারণেই তাঁকে ফেরত পাঠানো হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *