উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের লোনাভালায় চলন্ত গাড়িতে ২৩ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ধর্ষণের পর নির্যাতিতাকে রাস্তার পাশে ছুড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তুঙ্গারলির বাসিন্দা। অভিযোগকারী তরুণীরও ওই এলাকারই বাসিন্দা। ঘটনাটি শুক্রবার (২৫শে জুলাই) গভীর রাত থেকে শনিবার (২৬শে জুলাই) ভোরের মধ্যে লোনাভালার মাভাল এলাকার তুঙ্গারলিতে ঘটে।
তরুণী তাঁর অভিযোগে জানিয়েছেন, শুক্রবার রাতে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। সে সময় তাঁকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগকারী আরও জানান, তাঁকে তুঙ্গারলির বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বারবার যৌন নির্যাতন করা হয় এবং শনিবার ভোরের দিকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পর তরুণী লোনাভালা সিটি থানায় গিয়ে একটি এফআইআর (FIR) দায়ের করেন। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
তবে, পুলিশ নির্যাতিতার বিবৃতিতে কিছু অসংগতি খুঁজে পেয়েছে। একজন কর্মকর্তার মতে, তরুণী প্রাথমিকভাবে অভিযোগ করেছিলেন যে, তাঁকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অপহরণ করে ধর্ষণ করেছে। কিন্তু পরবর্তী তদন্তে জানা যায় যে, গাড়িতে কেবল একজন ব্যক্তিই ছিল। পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে, যার মধ্যে সেই স্থানটিও রয়েছে যেখানে নির্যাতিতাকে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তদন্তে আরও জানা গেছে যে, অভিযুক্ত ব্যক্তি তরুণীর পূর্ব পরিচিত। ঘটনার তদন্ত চলছে।