উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিভার মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বিপাকক্রিয়া, টক্সিন নিষ্কাশন, হরমোন নিয়ন্ত্রণ ও পুষ্টি শোষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিভারে সমস্যা (Liver Downside) দেখা দিলে, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে এর প্রভাব পড়ে, যার মধ্যে অন্যতম হল চুল। লিভারের সমস্যা হলে চুলে কী কী প্রভাব?
হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়
লিভার আমাদের শরীরের হরমোন ভাঙতে সাহায্য করে। লিভারের কার্যকারিতা নষ্ট হলে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়, বিশেষ করে টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রা। এর ফলে চুল পাতলা হয়ে যায় এবং মাথার চুল দ্রুত পড়ে যেতে থাকে।
পুষ্টির অভাব ঘটে
লিভার খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল শোষণ করতে সাহায্য করে, বিশেষ করে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, এবং ভিটামিন ডি। লিভার খারাপ হলে এসব পুষ্টি শোষণে সমস্যা হয়, ফলে চুল দুর্বল হয়ে পড়ে, ঝরে যেতে থাকে এবং নতুন চুল গজানো বন্ধ হয়ে যায়।
চুলে অক্সিজেন সরবরাহ কমে
লিভার খারাপ হলে রক্ত তৈরির কার্যক্রমও ব্যাহত হয়। আর রক্তে অক্সিজেন পরিবহন কমে গেলে চুলের গোড়ায় যথেষ্ট পুষ্টি ও অক্সিজেন পৌঁছায় না। এতে চুল দুর্বল হয়ে পড়ে।
টক্সিন জমে যায় শরীরে
লিভার শরীর থেকে ক্ষতিকর টক্সিন নিষ্কাশন করে। লিভার খারাপ হলে এই টক্সিন জমে গিয়ে রক্তদূষণ সৃষ্টি করে, যার সরাসরি প্রভাব পড়ে ত্বক ও চুলে।