উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আয়নায় তাকালে নিজের ঠোঁট দেখে নিজেরই খারাপ লাগছে? অতিরিক্ত লিপস্টিক ব্যবহার, এবং রোজ রোদে পুড়ে কাজে যেতে হয় এরজন্যেও আপনার ঠোঁট হতে পারে কালচে। কিন্তু গোলাপি ঠোঁট(Lip care) কে না চায়? তাই পুজার আগে নিজের ঠোঁটের পুরনো গোলাপি আভা ফিরিয়ে আনতে ঘরেই রয়েছে সেই উপাদান।
চিনি, মধু ও হলুদের স্ক্রাব:
চিনি ঠোঁটের মরা চামড়া দূর করার জন্য একটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাবার। মধু ঠোঁটকে আর্দ্র রাখতে এবং কালচে ভাব কমাতে সাহায্য করে এবং হলুদ যা প্রাকৃতিক ভাবে ঠোঁটকে উজ্জ্বল করে। একটি পাত্রে এক চামচ চিনির গুঁড়োর সাথে আধ চামচ মধু ও একটু হলুদ মিশিয়ে মিনিট দুয়েক ঠোঁটে স্ক্রাব করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। ভালো রেজাল্ট পেতে সপ্তাহে ২-৩ বার করতে পারেন।
কফি স্ক্রাব:
একটি পাত্রে এক টেবিল চামচ কফি পাউডার, এক চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ঠোঁটে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন।
লেবু এবং চিনি:
ঘুমানোর আগে, একটি লেবুর টুকরো কেটে চিনিতে ডুবিয়ে নিন। চিনিযুক্ত লেবু দিয়ে ঠোঁটে (Lip care) মিনিট তিনেক ঘষুন। সারারাত এভাবেই রেখে দিন। পরদিন সকালে, হালকা গরম জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।