উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাসন কাটিয়ে আবারও স্বমহিমায় মাঠে ফিরলেন লিওনেল মেসি। প্রসঙ্গত, অলস্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল তাঁকে। কিন্তু সেই নির্বাসিন কাটিয়ে মাঠে ফিরেছেন ফুটবল মায়েস্ত্রো। বুধবার রাতে আটলাসের বিরুদ্ধে ২-১ গোলে জেতে তাঁর দল ইন্টার মিয়ামি। এই ম্যাচে তিনি নিজে গোল না করলেও দুটি গোলই আসে তাঁর অ্যাসিস্ট থেকেই।
এদিন খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। কিন্তু খেলার ৮০ মিনিটের মাথায় আটলাসসের হয়ে সেই গোল শোধ করে দেন রিভাল্দো লোজানো। এরপর খেলা গড়ায় সংযুক্তি সময়ে। আর সেই সংযুক্তি সময়ের শেষ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকেই দলের হয়ে জয়সূচক গোলটি করেন মার্সেলো উইগান্ত।