উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গাড়ির ধাক্কায় জখম হয়ে একঘন্টা রাস্তায় পড়ে থাকল একটি চিতাবাঘ। কিন্তু ভয়ে কেউ তাঁকে উদ্ধার করতে না আসায় অবশেষে মৃত্যু হয় চিতাবাঘটির(Leopard demise)। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে। সূত্রের খবর, সোমবার সকালে বাঘটি বিজয়ওয়াড়া জাতীয় সড়ক পার করার চেষ্টা করতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে।
এই প্রসঙ্গে বন দপ্তরের তরফে জানানো হয়, দুর্ঘটনাটির খবরটি তাঁরা সঠিক সময়ে পাননি। খবর পেয়ে যখন তাঁরা ঘটনাস্থলে পৌঁছান ততক্ষনে মৃত্যু হয় চিতাবাঘটির। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও যেই গাড়িটির ধাক্কায় মৃত্যু হয় চিতাবাঘটির সেটির এখনও কোনও খোঁজ মেলেনি। গাড়িটির খোঁজে আসেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, জখম অবস্থায় প্রায় ১ ঘন্টা রাস্তায় পড়ে থাকার পড়ে মৃত্যু হয় চিতাবাঘটির।
বনাঞ্চল সংলগ্ন রাস্তায় গাড়িচালকদের ধীর গতিতে গাড়ি চালানোর ব্যাপারে বন দপ্তরের তরফ থেকে বারবার সাবধান করার পরেও এমন ঘটনার খবর কিন্তু মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে। এছাড়াও গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীদের আহত হওয়ার ঘটনাও কিন্তু নেহাত কম নয়, যা স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়াচ্ছে বনদপ্তর সহ প্রশাসনের।