Leonel Messi | ফের বিশ্বজয়ের অঙ্ক কষছে আর্জেন্টিনা? জাতীয় দলে ফিরলেন মেসি  

Leonel Messi | ফের বিশ্বজয়ের অঙ্ক কষছে আর্জেন্টিনা? জাতীয় দলে ফিরলেন মেসি  

শিক্ষা
Spread the love


বুয়েনস আয়ার্স: লিওনেল মেসিকে রেখেই কি তবে আরও একবার বিশ্বজয়ের অঙ্ক কষছে আর্জেন্টিনা?

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এদিকে বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে এখনও বছরখানেক বাকি। এই জায়গায় দাঁড়িয়ে বাছাই পর্বের বাকি ম্যাচগুলোয় নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ লিওনেল স্কালোনির দলের কাছে। গত মার্চ মাসে ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে যোগ্যতা অর্জনের ম্যাচে চোটের জন্য মেসির খেলা হয়নি। তবে এবার তিনি দলে ফিরলেন।

জুনের শুরুতে চিলি এবং কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এই দুই ম্যাচের জন্য মেসিকে রেখেই ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে ৩৮ ছুঁতে চলা আর্জেন্টাইন মহাতারকা আগামী বছর বিশ্বকাপে স্কালোনির পরিকল্পনায় যে রয়েছেন, তা বলাই যায়। সঙ্গে এটাও ধরে নেওয়া যায় যে, ফিট থাকলে ’২৬-এর বিশ্বকাপে খেলবেন লিও। পাশাপাশি এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন আলেহান্দ্রো গারনাচো ও ভ্যালেন্টিন ভারকো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *