Leh | লেহতে শিথিল হল কারফিউ, অবরোধ শেষে জনজীবনে ফিরল স্বস্তি!

Leh | লেহতে শিথিল হল কারফিউ, অবরোধ শেষে জনজীবনে ফিরল স্বস্তি!

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার পর অবশেষে লাদাখের লেহ শহরে জনজীবনে যেন স্বস্তি ফিরল। প্রশাসন আজ, বৃহস্পতিবার, কারফিউ শিথিল করার ঘোষণা করায় রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান-বাজার খোলার অনুমতি দেওয়ায় যান চলাচল ও পথচারীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে শহরের রাস্তাঘাট।

এক সপ্তাহ ধরে বাজার বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হতে হয়। এই বিষয়ে একজন স্থানীয় নাগরিক বলেন, “প্রায় এক সপ্তাহ ধরে বাজার বন্ধ ছিল। অবশেষে বাইরে বেরোতে পেরে এবং প্রয়োজনীয় জিনিস কিনতে পেরে ভালো লাগছে।”

এই অচলাবস্থার সূত্রপাত হয়েছিল পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবিতে শুরু হওয়া বিক্ষোভ থেকে, যা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয়। গত ২৪ সেপ্টেম্বর বিক্ষোভ চরম আকার ধারণ করে, যখন বিক্ষোভকারীরা একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এর ফলস্বরূপ পুলিশের পালটা জবাবে চারজনের প্রাণহানি ঘটে।

এদিকে, অস্থিরতা মোকাবিলার পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার সচেষ্ট বলে জানিয়েছেন লাদাখের উপ-রাজ্যপাল কবিন্দর গুপ্তা। তিনি আশাপ্রকাশ করে বলেন যে, “সমস্যার দ্রুত সমাধান হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *