উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) আততায়ীদের হামলায় নিহত হলেন লস্কর এ তৈবার (Lashkar-e-Taiba) সদস্য সাইফুল্লাহ খালিদ (Saifullah Khalid)। খালিদ ভারতে অন্তত ৩ টে বড় হামলায় জড়িত বলে জানা গেছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে তাঁকে হত্যা করা হয়। জানা গেছে কিছু কিছু অজ্ঞাত হামলাকারী তাকে আক্রমণ করে।
অভিযোগ, ভারতে ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (আইএসসি) হামলা, ২০০৬ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তরে হামলা এবং ২০০৮ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্প হামলার সঙ্গে জড়িত ছিল এই হাই প্রোফাইল জঙ্গি। তিনটি হামলাতেই কয়েকজনের প্রাণহানি ঘটে। এই ৩ হামলার ঘটনার পর ভারতীয় মাটিতে লস্করের তৎপরতা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়।
জানা গেছে, ভারতে ‘বিনোদ কুমার’ নাম নিয়ে কাজ করতেন এই লস্কর জঙ্গি। কয়েক বছর তিনি নাম ভাঁড়িয়ে নেপালেও ছিলেন। নেপালে স্থানীয় এক মহিলা নাগমা বানুকে বিয়েও করেন তিনি। নেপাল থেকে, সে লস্কর-ই-তৈবার হয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করত বলে মনে করা হয়। লস্করে জঙ্গি নিয়োগ এবং সাপ্লাই চেন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই সাইফুল্লাহ।
লস্কর ই তৈবা নিষিদ্ধ হওয়ার পর সম্প্রতি খালিদ পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাদিন জেলার মাতলিতে নিজের ঘাঁটি স্থানান্তরিত করে। সেখানে, লস্করের ছায়া সংগঠন জামাত-উদ-দাওয়ার জন্য কাজ চালিয়ে যায়। মূলত সন্ত্রাসী অভিযানের জন্য নিয়োগ এবং তহবিল সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিল সে।