সানি সরকার, শিলিগুড়ি, ১২ আগাস্ট : ১০ নম্বর জাতীয় সড়ক (NH) খোলা রয়েছে। কিন্তু যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে জাতীয় সড়কটি। কারণ, মঙ্গলবার সকাল থেকে লিকুভিরে নতুন করে শুরু হয়েছে বোল্তার পড়া।
প্রবল বর্ষণের জেরে সোমবার রাত থেকে এদিন সকাল পর্যন্ত তেমন গাড়ি চলাচল করেনি। মঙ্গলবার বৃষ্টি শেষে যান চলাচল শুরু হতেই তীব্র যানজট (site visitors jam) হয়। চরম দুর্ভোগে সাধারণ যাত্রী থেকে গাড়ির চালক।
চড়া রোদ উঠলে নতুন করে ধস (Landslide) নামার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস আগামীকাল থেকে হাওয়া বদল ঘটবে। ফের চড়া রোদে বৃদ্ধি ঘটবে তাপমাত্রার। বাড়বে অস্বস্তি।