উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী বছর ইংল্যান্ডে আয়োজিত হতে চলেছে মহিলাদের টি-টোয়ান্টি বিশ্বকাপ। ২০২৬-এর ৫ জুলাই সেই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। আইসিসি-র তরফে বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে।
প্রসঙ্গত, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে পরের বছর ১২ জুন থেকে। মোট ১২ টি দল অংশগ্রহন করবে এই প্রতিযোগিতায়, খেলা হবে ৩৩ টি ম্যাচ। উল্লেখ্য, এই বারই প্রথম এত বেশি দলকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ,অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। বাকি চারটি দলকে বেছে নেওয়া হবে যোগ্যতা অর্জন পর্বের খেলার মাধ্যমে। লর্ডস ছাড়াও আরও যে সব মাঠগুলিতে খেলা হবে সেগুলি হল, ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলে, এজবাস্টন, ওভাল, হ্যাম্পশায়ার বোল এবং ব্রিস্টল। কিছুদিন বাদে খেলার সূচী আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।