উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর অনুপস্থিতির কারণ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি কিছু না বলা হলেও শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে কুণাল (Kunal Ghosh) বললেন, ‘মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ না দেওয়ার অন্যতম কারণ হতে পারে রাজ্যের বকেয়া টাকা কেন্দ্রের আটকে রাখা। যদিও এই বিষয়ে সবটা সময় মতো জানাবেন মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য সরকার।’
এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ এবং শশী পাঁজা। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির কারণ ব্যখ্যা করতে গিয়ে কুণাল বলেন, ‘প্রধানমন্ত্রী সব রাজ্যকে হাতে হাত ধরে এক হয়ে কাজ করার কথা, অমুক তমুক বলছেন, তাহলে বাংলার বকেয়াগুলো কোথায় গেল? বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন, বাংলায় একশো দিনের কাজ করিয়েছেন, সেই টাকা দেননি প্রধানমন্ত্রী। ৫৯ লক্ষ জবকার্ড হোল্ডারকে ৩৭ হাজার কোটি টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাও পুরোপুরি রাজ্যের তহবিল থেকে। ১২ লক্ষ আবাসের টাকা দেয়নি কেন্দ্র। সেটাও বাংলার বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন।’
এরই সঙ্গে কুণাল বলেন, ‘নীতি আয়োগের বৈঠকে’ মুখ্যমন্ত্রীর যাওয়া-না যাওয়া নিয়ে আমরা একটিও মন্তব্য করব না। যখন দরকার তখন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কারণ জানিয়ে দেবেন। কিন্তু এও ঠিক বিজেপির (BJP) নেতা-মন্ত্রীরা যদি হাতে হাত মেলানোর কথা বলেন তাহলে বাংলার মতো একটা রাজ্যকে বঞ্চিত না করে, ফাঁকা বুলি আওড়ানো মানায় না।’