কুমারগঞ্জ: টাকার বাজি ধরে মোবাইলে লুডো খেলছিলেন কিছু যুবক। হঠাৎ সেখানে হাজির হন কিছু বিএসএফ জওয়ান এবং ওই যুবকদের কাছে থাকা টাকা নিয়ে চলে যান সেখান থেকে। এমনই অভিযোগ উঠেছে কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর তুলোট এলাকায়। অভিযোগকারী যুবকেরা জানায়, তাঁদের কাছে থাকা ১৩৫০ টাকা নিয়ে নেয় বিএসএফ জোয়ানেরা। তাঁদের মধ্যে একজনকে পাকড়াও করে বিএসএফ, যদিও তাঁকে পড়ে ছেড়ে দেওয়া হয় বলেই জানান গিয়েছে।
স্থানীয় যুবক রাহুল মোল্লা বলেন, ‘আমরা বাজি ধরে লুডো খেলছিলাম। হঠাৎ বিএসএফ এসে আমাদের ভয় দেখায় এবং টাকাগুলি নিয়ে চলে যায়। এমনকি আমাদের এক সঙ্গী হায় মন্ডলকে নিয়ে গিয়ে থাপ্পরও মেরেছে।’ যদিও অভিযুক্ত বিএসএফ জওয়ানদের নাম জানা যায়নি, ভুক্তভোগীরা মুখ দেখে তাদের শনাক্ত করতে পারবেন বলে দাবি করেছেন। তবে এই ঘটনা সম্পর্কে বিএসএফের তরফে কোনও জবাব মেলে নি।
ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর কথা বলেছেন। তারা জানান, ‘বিএসএফের ভূমিকা যদি আইনবিরুদ্ধ হয়, তাহলে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’