Kumarganj | ছেলে ও বৌমার হাতে আক্রান্ত বৃদ্ধ বাবা, অভিযোগ কুমারগঞ্জ থানায়

Kumarganj | ছেলে ও বৌমার হাতে আক্রান্ত বৃদ্ধ বাবা, অভিযোগ কুমারগঞ্জ থানায়

শিক্ষা
Spread the love


কুমারগঞ্জ: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার চকবড়ম এলাকায় পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর নিজের ছেলে ও বৌমার বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধ।

জানা গেছে, বৃদ্ধ যতীন প্রসাদ ও তার ছেলে বিনোদ প্রসাদের বাড়ি পাশাপাশি। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার সেই বিবাদ চরমে পৌঁছায়। অভিযোগ, কথা কাটাকাটির সময় বিনোদ প্রসাদ ও তাঁর স্ত্রী সুপ্রিয়া প্রসাদ বৃদ্ধকে প্রচণ্ড গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধর করেন। শুধু তাই নয়, বৃদ্ধ যতীন প্রসাদের ঘর থেকে প্রায় দুই মণ চাল ও বাসনপত্র নিয়ে চলে যান বলেও অভিযোগ করেছেন তিনি।

অসহায় অবস্থায় বৃদ্ধ কুমারগঞ্জ থানায় উপস্থিত হয়ে ছেলে ও বৌমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বৃদ্ধের এই অভিযোগের পর, কুমারগঞ্জ থানার পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বৃদ্ধের প্রতি সহানুভূতি প্রকাশ করে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *